TMC MLA: পালশিট টোল প্লাজার কর্মচারীর কাছে আজ ক্ষমা চাইতে গেলেন তৃণমূলের আরেক বিধায়ক
Continues below advertisement
পালশিট টোল প্লাজার কর্মচারীর কাছে আজ ক্ষমা চাইতে গেলেন তৃণমূলের আরেক বিধায়ক নরেন চক্রবর্তী। কলকাতা থেকে ফেরার পথে পালশিট টোল প্লাজায় নামেন তিনি। কিন্তু সেই কর্মচারী না থাকায়, তাঁর সঙ্গে দেখা হয়নি বিধায়কের। এর আগে গাড়ি আটকে টোল চাওয়ায় টোল প্লাজার কর্মীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে।
Continues below advertisement