Sukanya Mondal: কৌশলে লাখ লাখ টাকা টাকা জমা, শিক্ষিকা হলেও সরাসরি ব্যবসাতেও যুক্ত সুকন্যা, দাবি ইডির

Sukanya Mondal: পেশায় school শিক্ষিকা হলেও, সরাসরি ব্য়বসার সঙ্গে যুক্ত ছিলেন, অনুব্রত-কন্য়া সুকন্য়া। নির্দেশনামায় লিখিতভাবে এমনই দাবি করল ইডি। শুধু তাই নয়, ED-র তরফে দাবি, তদন্ত করতে গিয়ে এক আজব বিষয় তাদের নজরে এসেছে। সুকন্য়ার নামে বিভিন্ন অ্য়াকাউন্টে যে লাখ লাখ টাকা জমা পড়েছে, সেখানে বেশিরভাগ ট্রানস্য়াকশনই একটু অদ্ভুত ধরণের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola