Anubrata Mandal: ভোট পরবর্তী সন্ত্রাস-মামলার তদন্তেও সিবিআই দফতরে গরহাজির অনুব্রত মণ্ডল।Bangla News

Continues below advertisement

গরুপাচারকাণ্ডের পর আজ ভোট পরবর্তী সন্ত্রাস-মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। আজ দুপুর আড়াইটেয় সিজিও কমপ্লেক্সে ডাকা হলেও, অনুব্রতর আইনজীবী জানিয়েছেন, গতকালের থেকেও আজ বেশি অসুস্থ অনুব্রত মণ্ডল। তাই আজও অনুব্রত মণ্ডল যেতে পারছেন না। বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, জানিয়েছেন তাঁর আইনজীবী।

 

দিল্লির পর উত্তরপ্রদেশে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। যোগী-রাজ্যে এক শিশু-সহ একই পরিবারের ৫ জনকে নৃশংস খুন। ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে প্রয়াগরাজে গেল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হিংসার এলাকা পরিদর্শন করে যোগী সরকারকে একহাত নিয়ে ফ্যাক্টফাইন্ডিং টিমের সদস্যা সাংসদ দোলা সেন। 'উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা নেই। কেন এখনও সিবিআই তদন্ত হচ্ছে না? মুখ্যমন্ত্রীর তো একবার এখানে আসা উচিত ছিল। মোদী-যোগী জুমলাবাজি করে। ২০২১ এ বাংলার মানুষ বিজেপিকে শিক্ষা দিয়েছে। ২০২৪-এ দেশের জনতার থেকে এর ফল পাবে বিজেপি।' প্রতিক্রিয়া দোলা সেনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram