Saigal Hossain : গ্রেফতার সায়গল হোসেন ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে দিনভর চাপানউতোর
গরুপাচার মামলায় এবার ইডির হাতে গ্রেফতার সায়গল হোসেন। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। একই মামলায় জেলবন্দি অবস্থায় সায়গলকে গ্রেফতার করল ইডি। সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরার আবেদন ইডির। ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে দিনভর চাপানউতোর। প্রথমে ইডির আর্জি শুনলই না আসানসোল জেলা আদালত। সন্ধের দিকে ফের বসল আদালত। ইডির তরফে ফের একই আবেদন করা হলেও, খারিজ করে দেন বিচারক
Tags :
ED ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews AnubrataMandal SaigalHossain