Anubrata Mandal : অনুব্রতকে আদালতে পেশের আগে প্রায় ৫ ঘণ্টা ধরে বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলে তল্লাশি
অনুব্রতকে আদালতে পেশের আগে রাইস মিলে সিবিআই হানা। প্রায় ৫ ঘণ্টা ধরে বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলে চলছে তল্লাশি। রাইস মিলে ঢুকতেও সিবিআইকে বাধা দেওয়ার অভিযোগ। গেট না খোলায় প্রায় ৪০ মিনিট অপেক্ষা সিবিআই আধিকারিকদের। ভোলে ব্যোম রাইস মিল অনুব্রত মণ্ডলের, দাবি স্থানীয়দের। ভোলে ব্যোম রাইস মিলের ডিরেক্টর পদে অনুব্রত-কন্যা সুকন্যা: সূত্র।
Tags :
CBI #ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Ricemill BanglaNews