Anubrata Mandal: সায়গল হোসেনের থেকে বিস্ফোরক স্বীকারোক্তি, দাবি ED-র
কালো টাকা সাদা করতে একের এক অভিনব ছক অনুব্রতর!
'নানা হাত ঘুরে কেষ্টর অ্যাকাউন্টে জমা হত গরুপাচারের টাকা'
'ব্যবহৃত হয়েছে সব্জি বিক্রেতা থেকে কাউন্সিলর, স্কুল শিক্ষক থেকে তৃণমূল কর্মীর অ্যাকাউন্ট'
'সায়গলকে দিয়ে মোটা টাকা কমিশন তুলতেন অনুব্রত'
জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তৃণমূল কর্মী ও রাইস মিলের মালিক রাজীব বন্দ্যোপাধ্যায়, দাবি ইডির
'না জানিয়ে অন্তত ৫টি সম্পত্তি কেনা হয় তাঁর নামে'
'অনুব্রতর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বোলপুরের এক কাউন্সিলরের'
'২০১৭ থেকে অনুব্রতর বাড়ির পরিচারক হিসেবে কাজ করতেন তিনি'
'কাউন্সিলরের নামে অ্যাকাউন্ট খুলিয়ে চেকবুক নিজের কাছে রেখেছিলেন অনুব্রত'
চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ইডির
'কখনও ৮০ লক্ষ, কখনও ১ কোটি টাকা দিয়েছিলেন অনুব্রত'
'পরে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দেন, দাবি করেন কন্ট্রাক্টর শান্তু মজুমদার'
'বিমা করতে ৫ লক্ষ টাকা দিয়েও চেকে ফেরত দিতে বলেছিলেন অনুব্রত'
দাবি করেন এলআইসি এজেন্ট অনুপম চট্টোপাধ্য়ায়, দাবি ইডির
'সব্জি বিক্রেতা, তৃণমূল কর্মীদের নামেও ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয় সিউড়ি সমবায় ব্যাঙ্কে'
বিভিন্ন হাত ঘুরে ভুয়ো অ্যাকাউন্টে জমা হত গরুপাচারের টাকা কালো টাকা, দাবি ইডির