Anubrata Mandal: আইনি টানাপোড়েন শেষে মাঝরাতে বিচারকের বাড়িতে শুনানি
Continues below advertisement
অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দিল্লি যাত্রা নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, গরম পড়েছে, দিল্লির লস্যি খেয়ে সুখেই থাকবেন। অন্য়দিকে, যে ফিরহাদ হাকিম একসময়ে অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ তকমা দিয়েছিলেন, তিনি এদিন বলেন, এজেন্সি রাজ শেষ কথা বলবে না।
মধ্যরাতে সরগরম দিল্লি (Delhi)। গরুপাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) রাজধানীতে নিয়ে যাওয়া এবং শুনানি নিয়ে টানটান নাটক চলে। এই মামলার এবং হেভিওয়েট নেতার গুরুত্ব অনুধাবন করেই রাতে বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতির ভার্চুয়াল শুনানি করা হয়। ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজত দেওয়া হয়। ৩ দিন ইডি হেফাজতের নির্দেশের পরেও এ প্রসঙ্গে নিরুত্তর থেকেছেন অনুব্রত মণ্ডল।
Continues below advertisement