CBI: ৪৫টি চার্জশিটের সঙ্গে যোগ রয়েছে অনুব্রত মণ্ডলের, উল্লেখ CBI-এর চার্জশিটে। Bangla News
কমান্ড হাসপাতালে ফের স্বাস্থ্য পরীক্ষা হল অনুব্রত মণ্ডলের। কমান্ড হাসপাতালে প্রায় ১ ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষা অনুব্রতর।আজও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখে কুলুপ অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর ফের জেরার মুখে অনুব্রত। ‘তদন্তে অসহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল’। কোনও উত্তর দিচ্ছেন না, চুপ করে থাকছেন: সূত্র
Tags :
ABP Ananda CBI Anubrata Mondal ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Cattle Smuggling এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Anubrata Mondal Arrested