Anubrata Mandal: হাজিরা এড়ালেন অনুব্রত, শরীর খারাপ, SDPO অফিসে গিয়ে জানালেন কেষ্টর আইনজীবীরা

ABP Ananda LIVE: বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকিকাণ্ডে আজ অনুব্রত মণ্ডলকে তলব বোলপুরের এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ । সকাল ১১টায় হাজিরার কথা ছিল, ডেডলাইন পেরোলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত । অনুব্রতর বদলে এসডিপিও অফিসে গেলেন কেষ্টর ৫ আইনজীবী । কেষ্টর আইনজীবীরা এসডিপিও অফিস ঘুরে যাওয়ার পর বৈঠকে পুলিশ আধিকারিকরা । সৌজন্য-সাক্ষাৎ, প্রতিক্রিয়া অনুব্রতর আইনজীবীদের । দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট ৪টি ধারায় মামলা কেষ্টর বিরুদ্ধে । কেষ্টর বিরুদ্ধে পুলিশের FIR, অফিসে গিয়ে হাজিরার নোটিস । কদর্যভাষায় বোলপুর থানার IC-কে হুমকি, ক্ষমা চেয়েই সাতখুন মাফ? গতকাল থেকে কেষ্টকে গ্রেফতারের দাবি তুলছেন বিরোধীরা । অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনও কড়া পদক্ষেপ নেবে পুলিশ?

 

কলকাতায় ব্যবসায়ী অপহরণের ঘটনায় গ্রেফতার ৫

কলকাতায় ব্যবসায়ী অপহরণের ঘটনায় গ্রেফতার ৫। যাদবপুরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে। ২৮ মে ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা চেয়ে ফোন করে অভিযুক্তরা। ব্যবসায়ীকে নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে আসতে বলা হয়। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ীর স্ত্রী। অনলাইনে অভিযুক্তদের ১০ হাজার টাকাও পাঠান তিনি। সেই সূত্র ধরে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola