Anubrata Mandal : জেলবন্দি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুরের গীতবিতান প্রকল্পে পোস্টার। Bangla News
জেলবন্দি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার বোলপুরের শিবপুর মৌজায় গীতবিতান প্রকল্পে পোস্টার। অভিযোগ, শিল্পের নামে জমি অধিগ্রহণ হলেও সেখানে শিল্প হয়নি। জমিদাতাদের দেওয়া হয়নি সঠিক ক্ষতিপূরণ। উল্টে জমিদাতা কৃষকদের মাদক-মামলায় ফাঁসিয়ে অনুব্রত জেলও খাটান বলে অভিযোগ। গরুপাচার মামলায় অনুব্রত জেলবন্দি থাকাকালীন তাঁর বিরুদ্ধে ফের আন্দোলনে নেমেছেন গীতবিতান প্রকল্পে জমিদাতা কৃষকরা।
Tags :
Bolpur Poster Agitation ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews AnubrataMandal