Anubrata Mandol: তিহাড়-যাত্রা ঠেকাতে মরিয়া কেষ্ট, দিল্লি হাইকোর্টে এখনও মিলল না রক্ষাকবচ। ABP Ananda Live
তিহাড়-যাত্রা ঠেকাতে মরিয়া কেষ্ট, দিল্লি হাইকোর্টে এখনও মিলল না রক্ষাকবচ। দিল্লি হাইকোর্টেও কোনও স্বস্তি মিলল না গরুপাচারকাণ্ডে জেলবন্দি কেষ্টর । 'এখানেও এসেছেন, ওখানেও গিয়েছেন, তাহলে কেন এখানে রক্ষাকবচ?' কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট, কাল শুনানির সম্ভাবনা, জানালেন ইডির আইনজীবী । দিল্লি যাত্রা ঠেকাতে হাইকোর্টে কেষ্ট, কাল সকাল ১১টায় শুনানির সুপারিশ। প্রধান বিচারপতির কাছে বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির সুপারিশ বিচারপতি বিবেক চৌধুরীর
১৭ মার্চ পর্যন্ত কেষ্ট জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ আদালতের । আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অনুব্রতর আইনজীবী। দিল্লি যাত্রা রুখতে বিচারপতি বিবেক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন অনুব্রতর আইনজীবী। প্রোডাকশন ওয়ায়েন্ট জারির পরেও কেন হাজিরা নয়, প্রশ্ন তোলে রাউস অ্যাভিনিউ কোর্ট ।'প্রোডাকশন ওয়ারেন্ট নিয়ে সক্রিয় না হওয়ার মৌখিক আশ্বাস দিয়েছিল ইডি'। দিল্লি হাইকোর্টে এমনই দাবি গরুপাচারকাণ্ডে জেলবন্দি অনুব্রতর আইনজীবীর। যা বলছেন, তা কলকাতা হাইকোর্টে বলুন, জানাল দিল্লি হাইকোর্ট ।মৌখিক আশ্বাসের কথা বলছেন, তার ভিত্তি কী? প্রশ্ন কলকাতা হাইকোর্টের।লিখিত আশ্বাস না থাকলে তা কী করে প্রমাণ হবে? প্রশ্ন কলকাতা হাইকোর্টের