Anubrata Medical Treatment Controversy: '১৪ দিনের ছুটির ব্যবস্থা করে দিন, বলেছিলেন অনুব্রত', বিস্ফোরক সরকারি চিকিৎসক

Continues below advertisement

CBI-এর হাজিরা এড়াতে কি জোর করে বেড রেস্ট লিখিয়ে নিয়েছেন অনুব্রত মণ্ডল? অনুব্রতর পাশাপাশি হাসপাতালের সুপারের চাপেই কি সাদা কাগজে অনুব্রতকে বেড রেস্ট লিখে দেন চিকিত্সক? বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিত্সকর চন্দ্রনাথ অধিকারীর বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য। এবিপি আনন্দে চিকিত্সকের দাবি, বাড়িতে গেলে ১৪ দিনের বেড রেস্ট লিখে দিতে বলেন অনুব্রত মণ্ডল। উনি তৃণমূল সভাপতি এবং প্রভাবশালী ব্যক্তি। উনি বললে কি না লিখতে পারি? ওঁর বাড়িতে গিয়েছি, হাসপাতাল হলে আলাদা বিষয় ছিল। চিকিত্সকের দাবি, বোলপুরে থাকি বলেই বেড রেস্ট লিখতে বাধ্য হয়েছি। তৃণমূল জেলা সভাপতি বলেছিলেন, তাই ফেলতে পারিনি, সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি। 

চিকিত্সকের আরও দাবি, তিনি চেয়েছিলাম অনুব্রত মণ্ডল হাসপাতালে আসুন চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতালের সুপারই তাঁকে বাধ্য করেছিলেন অনুব্রতর বাড়িতে যেতে। কিন্তু প্রেসক্রিপশন লেখার জন্য সরকারি হাসপাতালের প্যাড পাঠানো হয়নি। চিকিত্সকের নিজস্ব প্যাডও ছিল না। চিকিত্সকের অভিযোগ, সরকারি হাসপাতালের প্যাড আসবে না জানিয়ে, সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিতে চাপ দেন সুপার। তাঁর চাপেই অনুব্রতকে সাদা কাগজে বেডরেস্ট লিখে দেন। 

 বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর আরও দাবি, সিবিআইয়ের কাছে হাজিরা দিতে পারবেন অনুব্রত মণ্ডল। সাপোর্ট দিয়ে তাঁকে সহজেই কলকাতায় নিয়ে যাওয়া যায়। ঘটনায় অনুতপ্ত চিকিত্সক বলছেন, অনুব্রতর বাড়িতে না গেলেই ভাল হত। এই ঘটনায় সাধারণ মানুষের কাছে হেয় হয়ে গেলাম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram