Anubrata Mondal: মেয়ের পর জামিন অনুব্রতর, বোলপুরে অনুগামীদের উচ্ছাস, সিউরিতে মিষ্টিমুখ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: পুজোর আগে বড় স্বস্তি কেষ্টর, ইডির মামলাতেও জামিন । গ্রেফতারির ২ বছরের মাথায় জেলমুক্ত হচ্ছেন অনুব্রত মণ্ডল । মেয়ের পর এবার অনুব্রত মণ্ডলের জামিন । সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন । মেয়ের পর এবার তিহাড় থেকে মুক্তি পাবেন কেষ্ট । গরুপাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন । ১১ অগাস্ট, ২০২২: গরুপাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল । পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট । ১০ সেপ্টেম্বর: জামিনে মুক্তি পান কেষ্ট-কন্যা সুকন্যা । সোমবার তিহাড় জেল থেকে ছাড়া পেতে পারেন অনুব্রত মণ্ডল

আরও খবর..

ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বিতে গ্যালারি থেকে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও ভয়াবহ খুনের ঘটনার তীব্র প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, এই অজুহাতে সেই ম্যাচ বাতিল করা হয়েছিল। যদিও তাতে প্রতিবাদের কণ্ঠরোধ করা যায়নি। সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগানের (Mohun Bagan) সমর্থকেরা। হাজির হয়েছিলেন মহমেডানের (Mohammedan Sporting) সমর্থকেরাও। স্লোগান উঠেছিল, 'দুই গ্যালারি এক স্বর, জাস্টিস ফর আর জি কর।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola