Anubrata Mondal: ‘ট্রাস্টের দুটি গাড়ি ব্যবহার করতেন অনুব্রত', গাড়ি বিতর্কে বিস্ফোরক ট্রাস্টের চেয়ারম্যান । Bangla News
অনুব্রতর-গাড়ি বিতর্কে বিস্ফোরক সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মলয় পিট। ‘ট্রাস্টের দুটি গাড়ি ব্যবহার করতেন অনুব্রত। গাড়িতে লালবাতিকাণ্ডের পর গাড়ি বিক্রি করে দিতে চেয়েছিলাম। দুটি গাড়িই কিনে নিতে চেয়েছিলেন অনুব্রত। খুব কম দাম দেওয়ায় গাড়ি বিক্রিতে রাজি হইনি। অবশেষে দুটি গাড়িই অনুব্রতকে ব্যবহার করতে বলা হয়। কেষ্টদাকে কিছু বলতে পারিনি, দাবি মলয় পিটের। তবে কি ভয়ে মুখ খুলতে পারেননি মলয়?
Tags :
Bangla News Bangla News Live Cattle Smuggling Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Anubrata Mondal Arrested : Anubrata Mondal Cow Smuggling