Anubrata Mondal : অনুব্রতর দিল্লি-যাত্রার চূড়ান্ত প্রস্তুতি জেলে, কলকাতা হাইকোর্টে আইনজীবী, দুপুর ৩টেয় শুনানি
আজ অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) দিল্লি ( New Delhi ) নিয়ে যেতে পারে ইডি ( ED ) , সূত্রের খবর, ইতিমধ্য়েই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে আসানসোল জেল ( Asansol Jail ) । দিল্লি যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) দ্বারস্থ হচ্ছেন অনুব্রতর আইনজীবী। আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টে মামলা করা হতে পারে। আজই সিবিআইয়ের মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে পেশ করা হবে আসানসোল আদালতে।
Tags :
Anubrata Mondal Cattle Smuggling Case Cow Smuggling Case CBI ED Anubrata Mondal Arrest TMC Leader