Anubrata Mondal: সিবিআইয়ের রাডারে অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী, নজরে ৬৬ লক্ষ টাকার লেনদেন । Bangla News
এবার সিবিআইয়ের রাডারে অনুব্রত-ঘনিষ্ঠ বোলপুরের চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। সিবিআই সূত্রে দাবি, তাদের স্ক্যানারে রাজীবের ৬৬ লক্ষ টাকার একটি লেনদেন। অনুব্রত মণ্ডলের স্ত্রী যে সময় নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, ঠিক সেইসময় ওই হাসপাতালে ৬৬ লক্ষ টাকা দেন রাজীব। কী কারণে হাসপাতালে ওই টাকা দিয়েছিলেন বোলপুরের চালকল মালিক? সেটা কী অনুব্রতর স্ত্রীর চিকিত্সার জন্য? সেই সম্পর্কে জানতে চান সিবিআই আধিকারিকরা, খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, রাজীবের কাছ থেকেই মিলেছে টাকা লেনদেন সংক্রান্ত নথি। অনুব্রত-মামলায় বোলপুরের চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তদন্তে জানা গেছে, অনুব্রতর হয়ে চালকলগুলি চালাতেন রাজীব। যদিও এ কথা অস্বীকার করেছেন বোলপুরের ওই চালকল ব্যবসায়ী।
Tags :
Anubrata Mondal Bangla News Bangla News Live Cattle Smuggling Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Anubrata Mondal Arrested Cow Smuggling