Bolpur Rice Mill: ভোলে ব্যোম রাইস মিলের ডিরেক্টর অনুব্রত-কন্যা সুকন্যা, খবর সূত্রের । Bangla News
অবশেষে বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলে ঢুকল সিবিআই টিম। রাইস মিলের মধ্যে সার সার দাঁড়িয়ে একাধিক এসইউভি। বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলে সিবিআই হানা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর খুলল ভোলে ব্যোম রাইস মিলের গেট। প্রায় ৪০ মিনিট পর রাইস মিলে ঢুকল সিবিআই টিম। গেট না খোলায় প্রায় ৪০ মিনিট অপেক্ষা সিবিআই আধিকারিকদের। ভোলে ব্যোম রাইস মিল অনুব্রত মণ্ডলের, দাবি স্থানীয়দের। ভোলে ব্যোম রাইস মিলের ডিরেক্টর পদে অনুব্রত-কন্যা সুকন্যা: সূত্র।
Tags :
Bangla News Bangla News Live Cattle Smuggling Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Anubrata Mondal Arrested Bolpur Rice Mill Anubrata Mondal Daughter Cow Smuggling Sukanya Mondal