Anubrata Mondal: এবার পুজোটা তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত কন্যা সুকন্যাকে
এবার পুজোটা তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিনের আবেদনের শুনানি চার মাস পিছিয়ে গেল। অন্যদিকে গরুপাচারকাণ্ডে সিবিআই-এর করা মামলার রেকর্ড দিল্লিতে স্থানান্তরের জন্য ই়ডিকে আরও ৭দিন সময় দিল আসানসোলের বিশেষ আদালত।