Anubrata Mondal : তিহাড়ে অনুব্রত, নানুরে পার্টি অফিস থেকেই মুছল ছবি !
তিহাড় জেলে (Tihar Jail) কেষ্ট (Anubrata Mondal), নানুরে পার্টি অফিস থেকেই মুছল ছবি! 'কেষ্ট-হীন' নানুরের হোসেনপুরে তৃণমূলের পার্টি অফিস! শুধু ছবি নয়, পার্টি অফিসে সাদা রঙে মোছা হল অনুব্রতর নাম! জেলে থেকেও জেলা সভাপতি কেষ্ট, তাও পার্টি অফিসে নাম উধাও!গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) জেলবন্দি কেষ্ট, ক্রমশ হাতছাড়া বীরভূমের কর্তৃত্ব? কাজল-উত্থানে ফিকে হচ্ছে কেষ্টর দাপট? মানতে নারাজ কাজল ঘনিষ্ঠরা: সূত্র