Anubrata Mondal: কেষ্ট বীরভূমে ফিরতেই সরল কোর কমিটির হোর্ডিং, অসন্তুষ্ট কাজল | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কেষ্ট বীরভূমে ফিরতেই সরল কোর কমিটির হোর্ডিং, অসন্তুষ্ট কাজল। ২৪-এর নির্বাচনে দলকে ভাল রেজাল্ট কিন্তু কোর কমিটিই দিয়েছে। কোর কমিটির নেতাদের ছবি সরানো উচিত হয়নি। অসন্তোষ প্রকাশ তৃণমূলের বীরভূম কোর কমিটির সদস্য কাজল শেখের। 

অনুব্রত ফিরতেই বীরভূম তৃণমূলে পট পরিবর্তন? তৃণমূলের জেলা কার্যালয় থেকে সরল কোর কমিটির নেতাদের ছবি দেওয়া হোর্ডিং। হোর্ডিংয়ে ছিল তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির ৫ সদস্য। হোর্ডিংয়ে ছিল আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষের ছবি। সেই হোর্ডিং সরানো হল বীরভূম তৃণমূলের জেলা কার্যালয় থেকে। 

গতকাল সাক্ষাতে কষ্ট, আজ কেষ্টর সাক্ষাৎ। কেষ্ট সাক্ষাতে চন্দ্রনাথ সিংহ, অসিত মাল, বিকাশ রায় চৌধুরী। ২ বছর পর বোলপুরের পার্টি অফিসে অনুব্রত মণ্ডল। কোথায় কাজল শেখ? 'জেলা পরিষদের কাজে ব্যস্ত, পরে আসবেন', কেষ্ট সাক্ষাতে কাজল শেখের অনুপস্থিতি নিয়ে দাবি ঘনিষ্ঠ মহলে। বাড়ির দরজায় পৌঁছলেও গতকাল বোলপুরের সাংসদ অসিত মাল, কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও ৪ বিধায়কের সঙ্গে দেখা করেননি অনুব্রত মণ্ডল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram