Anubrata Mondal : ইডি-র নির্দেশ দিল্লির সদর দফতরে হাজিরা অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ED। ইডি-র নির্দেশ দিল্লির সদর দফতরে হাজিরা তৃণমূল নেতার হিসাবরক্ষক মণীশ কোঠারির। অনুব্রতকে হেফাজতে চাওয়ার সময় আদালতে ইডি জানায় যে, তারা অনুব্রত-কন্যা সুকন্যা, হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ ১২ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই সূত্রেই আজ মণীশকে ও আগামীকাল সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে। এর আগে গতবছরের নভেম্বরে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, একাধিক রাইস মিল, কোটি কোটি টাকার লেনদেন, সবকিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।