Anubrata Mondal : হিন্দি-ইংরেজি জানেন না, লিখতে পারবেন না বাংলাতেও, ইডি-কে জানালেন অনুব্রত

প্রায় সাত হতে চলল জেলবন্দি রয়েছেন। গরুপাচার মামলায় নিত্যনতুন তথ্যও উঠে আসছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে কখনও চালকলের হদিশ মিলেছে, কখনও আবার কোটি কোটি টাকার শতাধিক সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে বলে শোনা গিয়েছে। কিন্তু তদন্তকারীদের প্রশ্নের কোনও উত্তরই এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) দেননি। বরং জানেন না, মনে নেই বলেই সব প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। দিল্লিতেও সেই রীতি বজায় রাখলেন বীরভূমের তৃণমূল সভাপতি। জানালেন, হিন্দি, ইংরেজিতে লিখতে জানেন না। লিখতে পারবেন না বাংলাতেও (Cattle Smuggling Case)। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola