WB News:'ইচ্ছাকৃতভাবে অবমাননাকর কথা বলে অপমান,মানসিক হেনস্থা',কেষ্টর হুমকি কাণ্ডে উল্লেখ আইসির FIR-এ
ABP Ananda LIVE: অনুব্রতর আইফোনের ফেসটাইম থেকে ফোন, আইসি-কে হুমকি কাণ্ডে উল্লেখ FIR-এ । IC লিটন হালদারের অভিযোগপত্রে একের পর এক বিস্ফোরক অভিযোগ । 'অনুব্রত মণ্ডলের আইফোনের ফেসটাইমে লিটন হালদারকে ফোন' ।'IC-র সরকারি মোবাইল নম্বরে ফোন করে নিজের পরিচয় দেন অনুব্রত' । IC তখন থানায় তাঁর ঘরে ছিলেন, উল্লেখ লিটন হালদারের অভিযোগপত্রে । অনুব্রতর ফেসটাইম আইডি উল্লেখ করে অভিযোগ দায়ের লিটন হালদারের । এত বিস্তারিত তথ্য দেওয়ার পরও কেন কেষ্টর ফোন বাজেয়াপ্ত নয়, উঠছে প্রশ্ন । 'প্রয়াত মা এবং স্ত্রীকে টেনে IC-কে অশালীন হুমকি' । 'ইচ্ছাকৃতভাবে অবমাননাকর কথা বলে অপমান, মানসিকভাবে হেনস্থা' । 'দলবল নিয়ে বলপূর্বক সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়ার হুমকি' । অনুব্রতর বিরুদ্ধে লিটনের অভিযোগপত্রে উল্লেখ IC লিটন হালদারের । ভয় দেখানো এবং সরকারি কাজে হস্তক্ষেপ করাই উদ্দেশ্য ছিল, অভিযোগ লিটনের