Anubrata Mandal : আসানসোল জেলে গিয়ে অনুব্রতর দেহরক্ষী সায়গলকে জেরা ইডি-র, গ্রেফতার। Bangla News
গরুপাচার মামলায় CBI’এর চার্জশিট পেশের দিনই, আসানসোল জেলে গিয়ে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে ৪ ঘণ্টা জেরা করল ইডি। তাঁকে গ্রেফতারও করে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সায়গলকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন ঘিরে চলল টানটান নাটক। শেষে ইডির আবেদন খারিজ করে দেন আসানসোল আদালতের বিচারক।
Tags :
Arrest ED ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews AnubrataMandal SaigalHossain