Anupam Hazra: অমিত-সভায় ডাক না পেয়ে ফের বঙ্গ বিজেপি নেতৃত্বকে আক্রমণ অনুপমের | ABP Ananda Live
Continues below advertisement
West Bengal BJP: অমিত-সভায় ডাক না পেয়ে ফের বঙ্গ বিজেপি নেতৃত্বকে আক্রমণ অনুপমের। 'বাংলার সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি তুলে ধরলে ওদের গুড-বয় সেজে থাকা বন্ধ হয়ে যাবে'। 'দিল্লির নেতাদের কাছে গুড-বয় সেজে থাকা বন্ধ হয়ে যাওয়ার ভয়েই আমাকে ডাকে না'। এই প্রথম নয়, গত ৩ বছর ধরেই আমাকে ডাকছে না, বঙ্গ বিজেপি নেতৃত্বকে আক্রমণে অনুপম। 'বুথ স্তরের সংগঠনের শোচনীয় অবস্থা, আঙুল তুলে দেখিয়ে দিচ্ছি'। 'সেই কথাটা যাতে দিল্লির নেতৃত্বের কাছে তুলে ধরতে না পারি, সেই আতঙ্কেই আমাকে ডাকে না'। রাজ্য বিজেপি নেতৃত্বকে নিশানা করে মন্তব্য দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার
Continues below advertisement