BJP: বঙ্গ বিজেপির জন্য যাঁরা মাঠে নেমে কাজ করেন তাঁরা হতাশায় মুখ ফিরিয়ে নিচ্ছেন, বিস্ফোরক অনুপম হাজরা। Bangla News

Continues below advertisement

সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে বিজেপির কোন্দল প্রকাশ্যে। রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আজ বহরমপুরে সাংবাদিক বৈঠকে দলের একনায়কতন্ত্র ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে জেলা সভাপতি শাখারভ সরকার ও রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন তিনি। মুর্শিদাবাদের বিধায়কের সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র-সহ জেলা নেতৃত্বের একাংশ। প্রয়োজনে পাল্টা সংগঠন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন দুই বিজেপি বিধায়ক। আবেগের বশে এই ঘটনা, কোন্দল ঢাকতে দাবি জেলা সভাপতির।

এ প্রসঙ্গে বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, ‘আমি নির্দিষ্ট কোনও জেলা নিয়ে পোস্টটা করিনি। যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত বিজেপির জন্য মাটি কামড়ে পড়ে রয়েছেন, তাঁর মধ্যে আমি যাঁর নাম করেছি সেই গৌরীশঙ্করবাবুও ছিলেন। তিনি মুর্শিদাবাদে আমাদের সংগঠন অনেক মজবুত করেছিলেন। এরকম একটা মানুষের সঙ্গে আরও তিনজন হঠাৎ ইস্তফা দিয়েছেন। সেটা বঙ্গ বিজেপির সংগঠনের ক্ষেত্রে একটা বড় ধাক্কা। সুখের পায়রা ক্যাটিগরির যাঁরা বিজেপি, যেমন রাজীব, সব্যসাচী যাঁদের জামাই আদর করে রাখা হয়েছিল, তাঁরা বিজেপিকে প্রত্যাখ্যান করে আবার তৃণমূলে ফিরে যান, তাঁদের নিয়ে মাতামাতি হল। সময়ের সঙ্গে আমরা  তলিয়ে গেলাম। আমরা মনে করলাম বঙ্গ বিজেপি থেকে দূরে থাকাই ভাল। বঙ্গ বিজেপির জন্য যাঁরা মাঠে নেমে কাজ করেন, তাঁদের মনেও হতাশা, তাই তাঁরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram