Anubrata Mondal: SDPO অফিসে জমা পড়ল অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট | ABP Ananda LIVE

ABP Ananda LIVE I অনুব্রত মণ্ডল চক্রান্তের শিকার, দাবি অনুব্রতর আইনজীবীর I TMC News LIVE ডেডলাইন পার, এখনও হাজিরা দিলেন না কেষ্ট । অনুব্রত অসুস্থ, বাড়িতে শুয়ে আছেন, জানালেন কেষ্ট-ঘনিষ্ঠ তৃণমূল নেতা । অনুব্রত কদর্য আক্রমণের কথা মেনে নিলেও AI-এর তত্ত্ব কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার! । অনুব্রত IC-কে কোনও ফোন করেননি' ----- AI-এর মাধ্যমে অডিও, নেপথ্যে বিজেপি, অভিযোগ কেষ্ট ঘনিষ্ট তৃণমূল নেতার । এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডলের আইনজীবী গতকালও এসডিপিও অফিসে এসে অনুব্রতর অসুস্থতার কথা জানিয়ে যান আইনজীবীরা

আরও খবর...

ডেডলাইন পার, এখনও হাজিরা দিলেন না কেষ্ট। এরইমধ্যে এবার AI-এর তত্ত্ব খাড়া করলেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, AI-এর মাধ্যমে অডিও তৈরি করা হয়েছে। নেপথ্যে রয়েছে বিজেপি। 

IC-কে কদর্য কথার অভিযোগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পরপর দুবার পুলিশ তলব করেছে। পুলিশের তলব এড়িয়ে গতকাল পার্টি অফিসে হাজির ছিলেন অনুব্রত। সূত্রের খবর, অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান কেষ্ট। দুটি জামিন অযোগ্য ধারা-সহ মোট ৪টি ধারায় মামলা। খবর সূত্রের,  গতকালের পর আজ ফের অনুব্রত মণ্ডলকে তলব করা হয়। সকাল ১১টায় বোলপুরের এসডিপিও অফিসে তলব করা হয় কেষ্টকে। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও পুলিশের দ্বিতীয় সমনে হাজিরা দেননি অনুব্রত। এরইমধ্যে SDPO অফিসে হাজির হন কেষ্ট ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা ও আইনজীবী। মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে হাজির হন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এদিকে অনুব্রত কদর্য আক্রমণের কথা মেনে নিলেও AI-এর তত্ত্ব খাঁড়া করেছেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শিক্ষা বন্ধু সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা গগন সরকারের দাবি, "অনুব্রত অসুস্থ, বাড়িতে শুয়ে আছেন। কোনও কল করেননি অনুব্রত। AI-এর মাধ্যমে করা হয়েছে।'' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola