Highcourt: 'কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন এসএসকেএমে?' জানতে চাইল হাইকোর্ট। ABP Ananda Live
West Bengal News: 'কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন এসএসকেএমে (SSKM)?' জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্টের (Highcourt) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench)। এসএসকেএম হাসপাতালকেও সেইসব অভিযুক্তর স্বাস্থ্য নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ। 'তাঁদের কতদিন থাকতে হবে? কী ধরনের চিকিৎসা চলছে?' এসএসকেএম-কে জানাতে হবে হলফনামায়, নির্দেশ হাইকোর্টের। শিশুদের জন্য বরাদ্দ বেডে কেন সুজয়কৃষ্ণ? জানতে চাইল হাইকোর্ট। 'বিচারপতি অমৃতা সিন্হার (Amrita Sinha) নির্দেশে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে'। নিয়ম অনুযায়ী অভিযুক্তরা সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে অভিযুক্তদের জেলে ফেরত পাঠানো হয়'। 'কতদিনের জন্য এই ব্যক্তিরা হাসপাতালে থাকতে পারেন?', প্রশ্ন বিচারপতির। এটা চিকিৎসকরা বলতে পারবেন, জবাব সরকারি আইনজীবীর। 'পরিস্থিতি পর্যালোচনার প্রয়োজন'। 'এঁরা কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, ঘুরে বেড়াচ্ছেন, প্রায় স্বাভাবিক জীবনযাপন করছেন'। সত্যি হলে এটা মারাত্মক অভিযোগ, মন্তব্য প্রধান বিচারপতির। 'সুজয়কৃষ্ণ ভদ্র সহ কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত একাধিক অভিযুক্তর আশ্রয়স্থল এসএসকেএম'। 'দীর্ঘদিন ধরে হাসপাতালের বেড দখল করে আছেন অভিযুক্তরা'। অভিযোগ তুলে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলার পরবর্তী শুনানি ২৪ জানুয়ারি। ABP Anand Live