Aparna Sen : 'রাজ্যের গরিবদের শোষণ, মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল মুখরক্ষার চেষ্টা' আক্রমণ অপর্ণা সেনের
Continues below advertisement
স্কুল নিয়োগ কেলেঙ্কারি নিয়ে সরব হলেন অপর্ণা সেন। তিনি ট্যুইটে লিখেছেন, এটা ভুললে চলবে না, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, যে টাকা রাজ্যের গরিবদের শোষণ করে জোগাড় হয়েছে। মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল মুখরক্ষার চেষ্টা করেছে। এতে মুখরক্ষা হবে না। যাঁদের থেকে লুঠ করা হয়েছে, তাঁদের স্বার্থে ওই টাকা ব্যবহার করতে হবে।
Continues below advertisement
Tags :
TMC ABPAnanda #ABPAnandaLive ParthaChatterjee Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর Aparnasen