App Cab Passengers attacked: অ্যাপ ক্যাবে যাত্রীকে 'মারধর করে লুঠ'

অ্যাপ ক্যাবে (App Cab) যাত্রীকে মারধরে করে লুঠ। নরেন্দ্রপুরের (Narendrapur) খেয়াদহ এলাকার ঘটনা।  দুই সঙ্গীকে নিয়ে মারধর, লুঠের অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে। মারধর, লুঠের পর যুবককে চলন্ত গাড়ি থেকে ধাক্কা। তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। 

এদিকে, গলফ গ্রিনে (Golf Green) বাড়ির সামনে থেকে উদ্ধার প্রৌঢ়ার মৃতদেহ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন ওই প্রৌঢ়া। বাড়ির সামনের ওই জায়গাটি কলকাতা পুলিশ (Kolkata Police) গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে। নিঃসঙ্গতার কারণেই কি আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়া? কীভাবে ঘটালেন এই কাণ্ড নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ আরও খতিয়ে দেখছে যে বাড়ির দোতলা থেকে ঝাঁপ দিলে ওই প্রৌঢ়া নিচে কীভাবে এতটা দূরে নিয়ে পড়তে পারেন! এক প্রত্যক্ষদর্শী জানান, "আওয়াজ পেয়ে দেখি উনি পড়ে আছেন। বাড়িতে একাই থাকতেন ওই প্রৌঢ়া। তাঁর ছেলে এবং বৌমা লখনউয়ে থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে।" পাশাপাশি প্রৌঢ়ার সঙ্গে থাকা পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola