ABP News

Kanthi News: কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে বাহিনী মোতায়েনের আবেদন হাইকোর্টে | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি । হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর । মামলা দায়ের করার অনুমতি কলকাতা হাইকোর্টের । আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন । ভোটের দিন অশান্তি এড়াতে বাহিনীর মোতায়েনের আবেদন । আগে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট

হাওড়ায় শুভেন্দুকে হেনস্থার অভিযোগ, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম। শুভেন্দু এক নম্বর ড্রামাবাজ লোক। ওকে সব সময় CISF ঘিরে থাকে, তারপরও কে মারবে', কটাক্ষ তৃণমূল সাংসদের।

অসুস্থতার কারণ দেখিয়ে গরহাজির, তৃণমূল নেতা-সহ ১৩জনের সাজা স্থগিত। দোষী সাব্যস্ত ১৩জনের মধ্যে ৪জন অসুস্থতার কারণ দেখিয়ে কোর্টে গরহাজির।  
কাল স্বশরীরে কিংবা ভার্চুয়ালি দোষীদের কোর্টে পেশ করার নির্দেশ বিচারকের। বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, দোষী সাব্যস্ত তৃণমূল নেতা-সহ ১৩। 

খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুমকি, পাশে দাঁড়ালেন তৃণমূলেরই বিধায়ক! 'যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও একই করতাম। সবাই এই সাহস দেখায় না', দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুনের। দিলীপের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভেরও বিরোধিতা খোদ তৃণমূল বিধায়কের। বললেন, 'চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দু অধিকারীরা। অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপ ঘোষকে, কী করে ধৈর্য্য ধরবেন? আমাকে ঢিল ছুঁড়লে আমি কি বাড়িতে রসগোল্লা পাঠাব? সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন, বাধা দেবে কেন?', বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদেরই ভূমিকায় প্রশ্ন ভরতপুরের বিধায়কের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram