Arambag News: এবার রেলের মাধ্যমে সরাসরি যুক্ত হবে আরামবাগ-বিষ্ণুপুর? তৃণমূল সাংসদ মিতালি বাগ কী জানালেন সংসদে?
আজ শুরু হয়েছে লোকসভা অধিবেশন। উপস্থিত ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। এদিন তিনি দাবি রাখেন রেল পরিষেবাকে আরও প্রশস্ত করার জন্য। তিনি বলেন, 'আরামবাগ থেকে বিষ্ণুপুর রেলের কাজ স্তব্ধ হয়ে রয়েছে। আমি চাই দুটো পর্যটন কেন্দ্র যুক্ত হোক। ভাবাদীঘি রেল সংস্কার হোক।'