Madan Mitra: এবার মদন মিত্রর কাছেও হুমকি ফোন! ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: জয়ন্ত সিংহকে না ছাড়ালে, গুলি করে দেব। মঙ্গলবার গভীর রাতে সৌগত রায়ের কাছে এমনই হুমকি ফোন আসে বলে দাবি। আর বুধবার মাঝরাতে মদন মিত্রর কাছেও একইরকমের ফোন এসেছে বলে দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, পরিষ্কার বাংলায় তাঁকে বলা হয় কামারহাটিকাণ্ড নিয়ে কেন মুখ খুলেছিস? তোকে মেরে দেব। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

সৌগত রায় বলেছিলেন, মঙ্গলবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন এসেছিল। আর মদন মিত্র বললেন, বুধবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন এসেছে। মাঝে ব্য়বধান ২০ ঘণ্টা ৫২ মিনিটের...বুধবার ঠিক একই অভিযোগ করেছিলেন, দমদমের ৪ বারের তৃণমূল সাংসদ সৌগত রায়। আড়িয়াদহকাণ্ডে তৃণমূলের রথী-মহারথীদের হুমকি ফোন!

প্রথমে সৌগত, তারপর মদন আড়িয়াদহকাণ্ডে তৃণমূলের রথী-মহারথীদের হুমকি ফোন!

রাজ্য়ে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে বুধবার অমিত শাহের সঙ্গে সঙ্গে দেখা করেন শুভেনদু অধিকারী। সূত্রের খবর, আড়িয়াদহকাণ্ড সহ রাজ্য়ের একাধিক ঘটনার ক্লিপিংস, অমিত শাহকে পেন ড্রাইভে করে দেন বিরোধী দলনেতা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram