Ariadah Incident: 'জয়ন্ত মদনের ডান হাত, ওকে কীভাবে পুলিশ গ্রেফতার করবে', কটাক্ষ তন্ময় ভট্টাচার্যর

West Bengal News: আড়িয়াদহকাণ্ডের ৩ দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত।নতুন করে আরও ২ জন গ্রেফতার হলেও এখনও অধরা জয়ন্ত সিংহ। আড়িয়াদহকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আড়িয়াদহে আক্রান্ত মা ও ছেলে এখনও হাসপাতালে ভর্তি । যদিও জয়ন্ত দোষী নয় বলে দাবি তাঁর ভাই প্রিয়ন্তর। এই ঘটনায় কী প্রতিক্রিয়া অন্য়ান্য় রাজনৈতিক দল গুলির।

উল্লেখ্য়, আড়িয়াদহে গণপিটুনিতে মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের ছবি দিয়ে এবার বেলঘরিয়া, আড়িয়াদহে পড়ল পোস্টার। দলের রং না দেখেই ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। এখনও অধরা আড়িয়াদহ গণপিটুনিতে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং। আড়িয়াদহে ফিডার রোডে মৌসুমী মোড়ের কাছে জয়ন্তর বাড়ি। জয়ন্তর ভাই প্রিয়ন্ত সিং একসময় কলকাতার বড় দুই ক্লাবে ফুটবল খেলেছেন। পারিবারিক দুধের ব্যবসা রয়েছে জয়ন্তদের। ভাইয়ের দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে জয়ন্তকে।

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola