Jayanta Singh: 'জয়ন্তর তাণ্ডবে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না ! চাঞ্চল্যকর দাবি বিমল সাহার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মদন মিত্র, সৌগত রায়ের পর এবার জয়ন্ত সিংহের বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর। জয়ন্ত সিংহর তাণ্ডবে চারবছর ধরে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না বলে চাঞ্চল্যকর দাবি করলেন কামারহাটির (Kamarhati Municipality) ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা।
সৌগত রায় বলেছিলেন, মঙ্গলবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন এসেছিল। বৃহস্পতিবার মদন মিত্র বলেন, বুধবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন এসেছে। এবার খোদ কামারহাটির কাউন্সিলর অভিযোগ করলেন জয়ন্ত সিংহর জন্যই শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন তিনি। বিমল সাহা জানান, দুষ্কৃতীদের হুমকির জেরে ২০১৪ সালে তিনি পুলিশি নিরাপত্তা পেয়েছিলেন। অভিযোগ, ২০২২ সালে নিরাপত্তা ওঠার পরই পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে রথতলা মোড়ের INTTUC-র অফিস দখল করে জয়ন্ত বাহিনী। আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহ গ্রেফতার হতেই পরপর অত্যাচারের ভাইরাল ভিডিও সামনে এসেছে। এমনকী জয়ন্তকে না ছাড়ালে গুলি করা হবে, এমন হুমকি ফোন পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন দমদমের সাংসদ সৌগত রায়। প্রাণহানির আশঙ্কাপ্রকাশ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও।