Jayanta Singh: এর আগে পাঁচবার গ্রেফতার জয়ন্ত, পুলিশের খাতায় বারবার নাম, জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

ABP Ananda Live: আড়িয়াদহকাণ্ডে উত্তাল গোটা রাজ্য। জয়ন্ত সিংহ এবং তাঁর গ্যাংয়ের একের পর এক কুকীর্তির ভিডিও সামনে এসেছে। খাটালের ব্যবসা থেকে অট্টালিকার মালিক হওয়া জয়ন্তের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। সেই নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেও, অর্জুন সিংহের দিকেই দায় ঠেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের যে ঘটনার কথা বলা হচ্ছে, সেই সময় অর্জুন সাংসদ ছিলেন বলে জানিয়েছেন তিনি। এবার রাজ্য সরকারের তরফেও জয়ন্তকে নিয়ে বিবৃতি দেওয়া হল। 

বৃহস্পতিবার মুম্বই রওনা দেওয়ার সময় মমতা এ নিয়ে মুখ খোলেন। তার কিছু ক্ষণ পরই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের এডিজি মনোজ বর্মা। সাংবাদিক বৈঠকে আলাপন বলেন, "সব নিগ্রহের ঘটনাই সমান নিন্দনীয়। যে জয়ন্ত সিংহের কথা বলা হচ্ছে, তিনি কিন্তু একাধিক বার গ্রেফতার হয়েছেন। ২০১৬ সাল থেকে রাজ্য পুলিশের হাতে পাঁচটি মামলায় পাঁচ বার গ্রেফতার হয়েছেন। পুলিশ জানিয়েছেন, জয়ন্ত উপদ্রবকারী হিসেবে আগেও চিহ্নিত হয়েছেন। বারং বার বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram