Ariadaha Case : আদালতে যাওয়ার সময়ও বেপরোয়া মনোভাব জয়ন্তর। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live : গত কয়েকদিনে একেবারে সংবাদ শিরোনামে আড়িয়াদহ। দুদিনের জেল হেফাজত শেষে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হল আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিংহকে। এখনও একইরকম বেপরোয়া মনোভাব জয়ন্তের। গত কয়েকদিনে একাধিক অত্যাচারের ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে জয়ন্ত সরাসরি জড়িত না থাকলেও জয়ন্তের ঘনিষ্ঠরা সেই ঘটনায় যুক্ত রয়েছেন। এই পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্ন করা হয় জয়ন্তকে যার কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি জয়ন্তর তরফ থেকে। 

আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের আরও একটি অত্যাচারের ভয়ঙ্কর ভিডিও সামনে আসার পর তৎপর বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশের দাবি, ২০২১ সালের মার্চ মাসের এই ঘটনা আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের ক্লাব তালতলা স্পোর্টিংয়ের ভিতরেই ঘটেছিল। চোর সন্দেহে এক যুবককে মারধর করা হয়। ওই যুবকের সঙ্গে শিশু-সহ এক মহিলাও ছিলেন। যদিও তাদের এই ভিডিয়োয় দেখা যাচ্ছে না। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। ভিডিয়োয় জয়ন্ত সিংয়ের ঘনিষ্ঠ ও আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় ধৃত সৈকত মান্না ওরফে জঙ্গাকে দেখা গেছে। জয়ন্ত সিং সেইসময় ক্লাবে ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের দাবি, সেইসময় ভাইরাল ভিডিও সামনে না আসায়, ৩ বছর আগের ওই ঘটনায় চুরির মামলা রুজু হয়। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram