Jayant Singh: ABP আনন্দের খুঁজে বের করা জয়ন্ত সিংহের 'হোয়াইট হাউস' ভেঙে ফেলার নির্দেশ আদালতের
ABP Ananda Live: জয়ন্ত সিংয়ের কীর্তি যখন সামনে এসেছিল, তখন এবিপি আনন্দ খুঁজে বের করেছিল, বেআইনিভাবে তৈরি হওয়া, সেই 'হোয়াইট হাউস।' জয়ন্ত ও তার দলবলের কীর্তি নিয়েও সরব হয়েছিলাম আমরা।
ইউসুফ পাঠান আউট, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ইন। বিশ্ববজুড়ে সন্ত্রাসবাদ-বিরোধী প্রচারের জন্য়, যে টিম তৈরি করা হয়েছিল, তাতে ইউসুফ পাঠানের নামে শুরুতেই আপত্তি তুলেছিল তৃণমূল শীর্ষনেতৃত্ব। গতকালই এ নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, তারপরই কিরেণ রিজিজু ফোন করেন তৃণমূলনেত্রীকে। সূত্রের দাবি, তিনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম প্রস্তাব করেন। তারপরই জানা গেল, সর্বদলীয় টিমে তৃণমূলের প্রতিনিধি হিসেবে থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর এ প্রসঙ্গেই বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলছেন, মোদি ছাড়া গতি নেই, এটা তো বুঝতেই পারছেন মমতা ব্য়ানার্জি ও অভিষেক ব্য়ানার্জি। এই টিমে যাক, বিদেশ ভ্রমণ করুক, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কেস চলছে, সেটা থেকে বাঁচবে না। সে যতই ওঁর নাম প্রস্তাব করুক। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না।