Aradaha Lynching Incident: আড়িয়াদহকাণ্ডে গ্রেফতার জয়ন্ত সিং, গণপিটুনির ঘটনার পরেই উত্তরবঙ্গে গা-ঢাকা দেয় অভিযুক্ত

Continues below advertisement

ABP Ananda Live: অবশেষে গ্রেফতার মদন-ঘনিষ্ঠ জয়ন্ত সিং। আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত। মা-ছেলেকে মারের পরই কলকাতা ছাড়ে জয়ন্ত, দাবি পুলিশের। আড়িয়াদহে গণপিটুনির পরই উত্তরবঙ্গে গা ঢাকা দেয় জয়ন্ত। নিজের গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে পালায় অভিযুক্ত তৃণমূল কর্মী। উত্তরবঙ্গে ২ দিনে দুটি রিসর্ট বদলায় মদন-ঘনিষ্ঠ জয়ন্ত। জয়ন্তর গতিবিধির উপর নজর রাখতে উত্তরবঙ্গে টিম পাঠায় পুলিশ। টাকা ফুরিয়ে আসতেই কলকাতায় ফেরে জয়ন্ত। ডানলপের কাছে এক পরিচিতর থেকে টাকা নিতে এলেই পাকড়াও। টাকা নিয়ে ওড়িশায় পালানোর ছক ছিল জয়ন্তর, দাবি পুলিশের। 

আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার হলেন তৃণমূল কর্মী জয়ন্ত সিং। পুলিশের দাবি, আজ সকালে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের কাছে এক পরিচিতর সঙ্গে দেখা করতে আসেন জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে আগেই সেখানে হাজির ছিল বেলঘরিয়া থানার পুলিশ। BT রোডের ওপর থেকেই আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং-কে গ্রেফতার করা হয়। এই নিয়ে আড়িয়াদহে গণপিটুনিতে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, গুরুতর আঘাত-সহ একাধিক অভিযোগ রয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram