Ariadaha News: আড়িয়াদহে অশান্তির ঘটনায় তৃণমূল যোগ? ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: আড়িয়াদহ, অশান্তি, আর জয়ন্ত সিং। এই তিনটে শব্দ অনেকদিন ধরেই একসঙ্গে চলে আসছে। মা-ছেলেকে গণপিটুনিতে মূল অভিযুক্ত, জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে আগেও মারধরের মতো অভিযোগ উঠেছে। এবার ফের কাঠগড়ায় এই তৃণমূলকর্মী। আর এই ইস্য়ুতে, তৃণমূলের মধ্য়েই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। তৃণমূলকর্মী জয়ন্ত সিং প্রসঙ্গে, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর দাবি, সৌগত রায় চেনেন। সবটাই জানেন। সৌগত রায়ের নজরে সবটাই আছে। পাল্টা সৌগত রায় বলছেন, জয়ন্তর সঙ্গে তাঁর কোনও ঘনিষ্ঠতা নেই।

সোমবার এই ছবি দেখে, অনেকে প্রশ্ন তুলেছিলেন, তাজিমুল ওরফে জেসিবি কি চোপড়ার শেখ শাহজাহান? ২৪ ঘণ্টা যেতে না যেতেই, আবার সামনে এল আড়িয়াদহের তৃণমূলকর্মী জয়ন্ত সিংয়ের কুকীর্তি এবং তাঁর এই ছবি। যা দেখে আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই জয়ন্ত সিং কি আড়িয়াদহের 'JCB'?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram