Arijit Singh: 'গেরুয়া স্বামীজির রং', গানে 'গেরুয়া' বিতর্কের জবাব অরিজিতের
গানে 'গেরুয়া' বিতর্কের জবাব কলকাতায় এসেই দিলেন অরিজিৎ সিংহ। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে গাওয়া অরিজিতের গানে বিতর্কের ঝড় ওঠে। কিন্তু গতকাল ফের কলকাতায়। অনুষ্ঠানে এসে সেই বিতর্কের জবাব দেন অরিজিৎ। 'গেরুয়া সন্ন্যাসীদের রং, স্বামীজির রং''স্বামীজি সাদা পরলে তখনও কি বিতর্ক হত?', প্রশ্ন অরিজিতের