Arindam Shil Suspension: কোন প্রাথমিক প্রমাণের ভিত্তিতে সাসপেন্ড অরিন্দম শীল? ABP Ananda Live

Continues below advertisement

'কদিন ধরেই কথাবার্তা চলছিন। গুজবের উপর ভিত্তি করে তো কিছু করতে পারব না। আমরা প্রাথমিক কিছু প্রমাণ পেয়েছে। তাই সর্বসম্মতিক্রমে আমরা তাঁকে সাসপেন্ড করেছি। যদি ওঁর এই বিষয়টা কোনওভাবে মিটে যায় তবেই..তবে আমরা ওকে সাসপেন্ড করেছি। ওর কোনও কাজে আমরা দায়ী নই', জানালেন DAEI-এর সম্পাদক সুদেষ্ণা রায়। 

অরিন্দম শীল বলেন, 'আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার গিল্ড একবারও আমার সঙ্গে কথা বলেনি। কিছু জানতে চায়নি। ওরা একটি চিঠি পেয়েছে আমার সই করা চিঠি মহিলা কমিশনকে। তারপর আমায় কোনও প্রশ্ন না করে, জবাব না চেয়ে এই মেল পাঠিয়ে দেওয়া হয়। আমি কাজের ব্যাপারে প্যাশনেট। ওটা একটা শট ছিল, সেটাই করেছি। আমি জিজ্ঞেস করেছি কোনও অসুবিধা নেই তো...ও বলল নেই...আমি শট বুঝিয়ে দেওয়ার পরে সেই শটে যাওয়ার আগে ওর সঙ্গে সাধারণভাবে কথা হচ্ছে সেই ভিডিও আছে। পরে শুনলাম এমন অভিযোগ হয়েছে। মহিলা কমিশনকে আমি সব কথা বলেছি। আমি বলেছি আমার অনিচ্ছাকৃত কোনও কাজের জন্য যদি ওর খারাপ লাগে তার জন্য দুঃখিত। আমার মহিলা কমিশন থেকে বলা হল অভিনেত্রী চাইলেন অনিচ্ছাকৃত কথাটা তুলে দিতে হবে এবং দুঃখিতর বদলে ভুল হয়েছে লিখতে হবে।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram