Arjun Singh: কালই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিংহ |ABP Ananda LIVE
Continues below advertisement
Lok Sabha Election: ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে (TMC), তাপসের (Tapas Roy)পর এবার অর্জুন সিংহ(Arjun Singh)। বিজেপিতেই যোগ দিচ্ছেন, জানিয়ে দিলেন অর্জুন সিংহ। 'আমার সঙ্গেই আরও এক বড় নেতা যোগ দেবে বিজেপিতে'। 'ব্যারাকপুর (Barrackpore)লোকসভা (Lok Sabha)কেন্দ্র থেকে হাজার হাজার লোক যোগ দেবে বিজেপিতে'। 'দিল্লি বা কলকাতা, যে কোনও জায়গায় যোগদান করতে পারি'। 'আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে'। 'কালকেই বলা হয়েছে, আমি নাকি বিজেপিরই সাংসদ ছিলাম'। 'পার্থ ভৌমিক পুরসভায় গিয়ে দলের কর্মীদের ধমকাচ্ছেন'। 'দল ছাড়লে কেস দেওয়ার ভয় দেখাচ্ছেন'। 'এলাকার সাধারণ ভোটাররা এদের ক্ষমা করবে না'। 'প্রার্থী হলে নৈহাটি থেকেই পুজো দিয়ে প্রচার শুরু করব'। 'নৈহাটিতে শেখ শাহজাহানের বিঘের পর বিঘে জমি আছে'। 'শেখ শাহজাহানের সাঙ্গোপাঙ্গোদেরও প্রচুর জমি নৈহাটিতে'।
Continues below advertisement