Arjun Singh: পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিংয়ের

ABP Ananda Live: জগদ্দলকাণ্ডের জল গড়াল আদালতে। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিংয়ের। 'বিরোধী দলে আছি বলেই, আমার বিরুদ্ধে FIR দায়ের'। 'রাতেই পুলিশ বাড়িতে তল্লাশি করে' আজ আবার ডেকে পাঠানো হয়েছে, দাবি অর্জুন সিংয়ের। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন হাইকোর্টে। মামলার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

 

অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে ফের আজ পথে নামছে DYFI 

অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে ফের আজ পথে নামছে DYFI. বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক সিপিএমের যুব সংগঠনের। সংগঠনের তরফে দুপুর ১টায় শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েতের ডাক । উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে থাকবেন সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। 

'মুখ্যমন্ত্রীকে চক্রান্ত করে অপমান করতে গিয়ে বামেরা নিজেরাই অপমানিত হল..'   

' মুখ্যমন্ত্রী কে চক্রান্ত করে অপমান করতে গিয়ে বামেরা নিজেরাই অপমানিত হল। বিদেশের মাটিতে দেশ ও রাজ্যের সম্মান নস্ট করল।'

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola