Arjun Singh: ৩০ ডিসেম্বর জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ, চিঠি পাঠালেন বিজেপি নেতা
BJP News: ৩০ ডিসেম্বর জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা। রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, ২ জানুয়ারির পর যে কোনও দিন দেখা করবেন, উল্লেখ চিঠিতে। অর্জুন সিংহ বাড়িতে আছেন কিনা দেখতে আজ মজদুর ভবনে যায় জগদ্দল থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ করায় অর্জুন সিংহর বিরুদ্ধে FIR করে তৃণমূল কংগ্রেস। ব্য়ারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। আজ অর্জুন সিংহকে থানায় তলব করে পুলিশ।
গতকালের পর আজও নদিয়া সীমান্তে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী । নদিয়ায় ফের গ্রেফতার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী । পুলিশের জালে মানব-পাচার চক্রের ৩ দালালও । ধানতলা, হাঁসখালি ও গাংনাপুর থানা এলাকা থেকে গ্রেফতার । ধৃতদের রাণাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়।