Arjun Singh: 'ভোট করাতে পারে না বিজেপি', অর্জুনের গলায় দিলীপের সুর। ABP Ananda Live

Sare Sattai Saradin: 'ভোট করাতে পারে না বিজেপি', অর্জুনের গলায় দিলীপের সুর। 'কে শপথবাক্য পাঠ করিয়েছেন? জানতে চেয়ে এবার তৃণমূলের দুই বিধায়ককে চিঠি রাজ্যপালের। সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও রেয়াত হোসেন সরকারকে চিঠি সি ভি আনন্দ বোসের। 'রাজ্যপাল মনোনীত ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ না করালে শপথগ্রহণ বেআইনি'। 'বিধানসভার অধিবেশনে যোগ দিলে জরিমানা দিতে হবে'। হুঁশিয়ারি দিয়ে সায়ন্তিকা, রেয়াত হোসেনকে চিঠি। বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দলীয় কর্মীদের। মোদির প্রচার সভায় লোক পাঠিয়ে, গাড়ি ভাড়া বাবদ টাকা আত্মসাতের অভিযোগ। ভোটের জন্য দলীয় তহবিল থেকে পাওয়া টাকারও হিসাব দেননি বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় দুর্নীতির অভিযোগ তুলেছেন দলেরই একাংশ। মানতে নারাজ অভিযুক্ত বিজেপি নেতা। অন্য দল থেকে আসা সুযোগ-সন্ধানীদের কাজ বলে দাবি। লোকসভা ভোটে সুবিধা করতে না পেরেই এ ধরনের কুৎসা করা হচ্ছে বলে দাবি। গোষ্ঠীকোন্দলেই শেষ হবে বিজেপি, কটাক্ষ তৃণমূলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola