Arjun Singh: জল্পনার অবসান! বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিংহ। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে (TMC), তাপসের পর এবার অর্জুন সিংহ (Arjun Singh)। আজই দিল্লি যাচ্ছেন অর্জুন সিংহ, কাল যোগ দেবেন বিজেপিতে। বিজেপিতেই যোগ দিচ্ছেন, জানিয়ে দিলেন অর্জুন সিংহ। 'টিকিট দেওয়া দলের উপর নির্ভর করছে'। 'আশা করছি আরও ৫ বছর ব্যারাকপুরের মানুষের সেবা করতে পারব'। জানিয়ে দিলেন তৃণমূল ত্যাগী অর্জুন সিংহ। 'আমার সঙ্গেই আরও এক বড় নেতা যোগ দেবে বিজেপিতে'। 'ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে হাজার হাজার লোক যোগ দেবে বিজেপিতে'। 'দিল্লি বা কলকাতা, যে কোনও জায়গায় যোগদান করতে পারি'। 'আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে'। 'কালকেই বলা হয়েছে, আমি নাকি বিজেপিরই সাংসদ ছিলাম'। ABP Ananda Live
Continues below advertisement