Arjun Singh: 'কাজ করতে না পেরে BJP ত্যাগ করছেন অনেকে', ফের জল্পনা উস্কে মন্তব্য অর্জুনের।Bangla News
Continues below advertisement
ফের নিজের অবস্থান নিয়ে জল্পনা উস্কে দিলেন অর্জুন সিংহ (Arjun Singh)। সংগঠনের বিষয়টি নাড্ডাকে (JP Nadda) জানিয়েছি। ১০-১৫ দিনের মধ্যে কিছু হলে ভাল হবে। না হলে তো রোজ অনেকে সংগঠন ছেড়ে চলে যাচ্ছেন। এটা তো সংগঠনের জন্য ক্ষতিকর। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। আমাদের পদ দিয়েছে, কিন্তু কিছু করতে পারি না। ফের বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। বিজেপিতে (BJP) যাঁরা এসেছেন, জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন। বিজেপিতে জীবনের ঝুঁকি নিয়ে এলেও, অনেকে কাজ করতে পারছেন না। কাজ করতে না পেরে বাধ্য হয়ে তাঁরা পদত্যাগ করছেন। যাঁরা সংগঠনের কিছুই বোঝেন না, তাঁরা আবার বয়ানও দিচ্ছেন। রাজনীতিতে কোনও কিছুই চূড়ান্ত নয়, ফের জল্পনা উস্কে মন্তব্য অর্জুনের।
Continues below advertisement
Tags :
JP Nadda BJP ABP Ananda Bengal Barrackpore ??? Arjun Singh ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE BJP Vs TMC BJP Inner Clash BJP Clash WB Politics অর্জুন সিংহ