Arjun Singh: 'আমি কি পকেটমার?' কোন প্রসঙ্গে এই প্রশ্ন করলেন অর্জুন সিং?
ABP Ananda Live: ফের উত্তপ্ত জগদ্দল, অর্জুন সিংহর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে, খবর পুলিশ সূত্রে। পুলিশের সামনে ৫-৭ রাউন্ড গুলি চলেছে, অভিযোগ অর্জুনের। গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অর্জুন সিংহ নিজেই গুলি চালিয়েছেন, পুলিশকে জানিয়েছেন জখম ব্যক্তি, খবর সূত্রের। অর্জুনকে নোটিস পাঠাল পুলিশ। গোটা ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। মারধর ও গুলি চলার অভিযোগে দুটি পৃথক মামলা রুজু। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দিকে অভিযোগের আঙুল অর্জুনের।
হাওড়ায় জোড়া দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত হন ৩ জন
হাওড়ায় জোড়া দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত হন ৩ জন। কোনা এবং পাঁচলা--দুটি জায়গাতেই দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। কোনায় পথ অবরোধ করে লরি, ম্যাটাডোর ভাঙচুর করা হয়। পাঁচলার রানিহাটিতে ভেঙে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। দুটি দুর্ঘটনাতেই লরি চালক পলাতক