Arjun Singh: 'যে জিনিসটা আমার কাছে ছিল,সেটাই দিলেন না, বরানগর দিয়ে আমার কী লাভ হবে?'মন্তব্য অর্জুনের
Continues below advertisement
ABP Ananda LIVE: '১০ মার্চ ফিরহাদ হাকিম (Firhad Hakim)ফোন করেছিলেন। যে জিনিসটা আমার কাছে ছিল, সেটাই দিলেন না, বরানগর (Baranagar) দিয়ে আমার কী লাভ হবে? যে বরানগরের কথা বলছে তৃণমূল (TMC), সেখানে এখনই বহিরাগতকে আনা যাবে না নিয়ে পোস্টার লাগানো হয়েছে। আমি তো সাংসদ ছিলাম, আমার মন্ত্রিত্ব চাই না, সাংসদই থাকতে চাই। বিজেপি সাংসদ হওয়ার পরেও বিজেপি ছাড়ার কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসেই বলতে পারবে। মঞ্চ বলা হল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে না, তৃণমূলকে গুডবাই করে দিয়েছি। আমি ব্যারাকপুরের (Barrackpore_)সাংসদ হব, টিকিট পেয়েই সাংসদ হব। সন্দেশখালির(Sandeshkhali) জন্য তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষতি হয়েছে, যেমন নন্দীগ্রামের জন্য সিপিএমের হয়েছিল', মন্তব্য অর্জুন সিংহের।
Continues below advertisement